অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ১৫২১, ‘অভিযান চলবে'

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৩৪৩ জনসহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার জানিয়েছে, আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৭৮ জনকে৷
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর৷
অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন৷ আজ সোমবার রাজশাহী সফরে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি৷
উপদেষ্টা বলেছেন, ‘‘দেশে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের বার্তা পরিষ্কার৷ কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের যেন ছাড় না দেওয়া হয়৷ অপরাধী হলে পুলিশদেরও ছাড় দেওয়া হবে না৷”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘‘শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে৷ তথ্য যাচাই ছাড়া গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে৷”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আনতে রাজশাহী সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা৷ জেলার পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন৷
এপিবি/এসবি (ডেইলি স্টার)