আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, দুর্নীতি ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর বগুড়া জেলা শাখার ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলিউল হাসান শিমুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহসিনুল হাসান রিফাত। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ সিফাতুল্লাহ, নিস্তেরিন দিরবানা দিবা, মাইন উদ্দিন, নুর মোহাম্মদ মারুফ এবং মোঃ মেহেদী হাসান। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরফদার মেহেদী শিশির, মোঃ মোমিনুর রহমান, জোবায়ের হোসেন রনি, আলী বিন আজম এবং জোবাইদুর রহমান জিহাদ। এছাড়া কমিটিতে ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রধান সংগঠক নাঈম আহমেদের সুপারিশক্রমে ৫০ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী মাসের মধ্যে বগুড়া জেলা ও মহানগরের প্রতিটি থানা ও উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।