জাতীয়

আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের: বাংলাদেশের সেনাপ্রধান

‘‘আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে” বলে সতর্ক করে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়, রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠান হয়৷

দেশ–জাতি যেন একসঙ্গে থাকতে পারে, সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান৷ তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা=চেতনার বিরোধ থাকতে পারে৷ কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি৷ তাহলেই এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে৷ না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাবো৷ বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওই দিকে আমরা যেতে চাই না৷”

সেনাপ্রধানের সতর্কবার্তা

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি৷ আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি৷ আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা–ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে৷ আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি৷ আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের৷ এই দেশ আমাদের সবার৷ আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই৷ আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি৷”

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ’

সবাই যেন সুখে-শান্তিতে থাকতে পারে, সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন সেনাপ্রধান৷ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কথা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘‘আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না৷ একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা৷ অনেকে জেলে৷ র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড (আতঙ্কিত)৷”

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘‘দুই লক্ষ পুলিশ আছে৷ বিজিবি আছে, র‌্যাব আছে, আনসার–ভিডিপি আছে৷ আমার আছে হচ্ছে ৩০ হাজার সৈন্য৷ এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড (শূন্যতা), আমি এই ৩০ হাজার সৈন্য দিয়ে আমি কীভাবে এটা পূরণ করবো? ৩০ হাজার থাকে, আবার ৩০ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে, আরও ৩০ হাজার আসে৷ এটা দিয়ে আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি৷’ এ প্রসঙ্গে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘এখানে যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে, সেটা আমাদের নিজস্ব তৈরি৷ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারড, আমরা নিজেরা এইগুলো তৈরি করেছি৷ এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তিশৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে৷”

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান৷ তিনি বলেন, ‘‘আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য (সামনের) দিকে ধাবিত হচ্ছি৷ তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন, অবশ্যই সরকার এদিকে হেল্প করবে৷” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি, দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর… (আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে বা…)৷ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ১৮ মাসের মধ্যে একটা ইলেকশন৷ আমার মনে হয়, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে৷ ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, যে দেশটাকে ইউনাইটেড রাখতে৷ কাজ করে যাচ্ছেন উনি, তাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন৷ সেদিকে আমরা সবাই চেষ্টা করব৷ আমরা একসাথে ইনশা আল্লাহ কাজ করে যাব৷”

‘সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না’

বক্তব্যে সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ তিনি বলেন, ‘‘একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো৷ কী কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি৷”

এ প্রসঙ্গে সেনাপ্রধান আরো বলেন, ‘‘আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে৷ অবকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে আবার ইয়ে করছে৷ নেভি, এয়ারফোর্স উই অল৷ আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না৷ আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন৷ …আমাদের প্রতি আক্রমণ করবেন না৷ উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করবো৷ আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই৷”

এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button