রাজশাহী বিভাগশিক্ষা

বগুড়ায় জেলা পর্যায়ে উদ্ভাবনীআইডিয়া শিক্ষার্থী প্রশিক্ষণ

বগুড়া প্রতিনিধি:

গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে বগুড়ায় জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার শিক্ষার্থী (প্রশিক্ষক) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমার চোখে জুলাই বিপ্লব, প্রতিপাদ্যে নারী সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রসারে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ নির্বাচিত আইডিয়া প্রদানকারী টিম অপরাজিতা সদস্যরা অংশগ্রহণ করেছে।

গতকাল মঙ্গলবার বগুড়া জেলা পরিষদ কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) গোলাম মো. শাহনেওয়াজ।

জেলা প্রশাসন ও জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

জুলাই বিপ্লব স্মরণে জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতায় নির্বাচিত ক্যাসকেডিং গার্লস এলিভেশন প্রোগ্রাম শীর্ষক ৩ দিনব্যাপী শিক্ষার্থী প্রশিক্ষক প্রশিক্ষণে তরুণদের সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা করা হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে উৎসাহিত করে স্থানীয় সমস্যা সমাধানে সম্পৃক্ত করা হচ্ছে।

এদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দেশ বদলাও, পৃথিবী বদলাও, প্রতিপাদ্যে জাতীয় কাবাডি (পুরুষ ও মহিলা) পদ্মা জোনের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত এ চ্যাম্পিয়নশিপে পৃথক ৮টি দলে পুরুষ ও মহিলা মোট ১৬ দল অংশগ্রহণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button