বাংলাদেশে বসন্ত আর ভালোবাসার হাওয়া, উত্তরায় হয়নি বসন্ত উৎসব

বসন্তের প্রথমদিনকে স্বাগত জানাতে নানা উদ্যোগ, নানা আয়োজন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে৷ দেশজুড়ে গ্রামীণ মেলা, সার্কাস ও অন্যান্য ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে বরণ করে নেয়া হচ্ছে বসন্তকে৷
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ, উত্তরার তিন নম্বর সেক্টরে মুক্তমঞ্চ, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসহ রাজধানীতে একাধিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিল জাতীয় বসন্ত উৎসব আয়োজক কমিটি৷ তবে বাধার মুখে উত্তরার অনুষ্ঠান হয়নি৷
বৃহস্পতিবার বসন্ত উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেছিলেন, চলতি বছর পয়লা ফাল্গুন এবং পবিত্র শব-ই-বরাত একইসঙ্গে হওয়ায় উৎসবটি অর্ধদিবস পালিত হবে৷
চারুকলায় বসন্ত উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার ভোরে শুরু হয় ‘বসন্ত উৎসব ১৪৩১’৷ গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হয়েছে বসন্তকে৷
সকাল সাড়ে সাতটায় উৎসব শুরু হয়৷ রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ৷ সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস৷
প্রতিবছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ৷ এটি তাদের ৩১তম বসন্ত উৎসব৷
আজকের এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সংগীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু-কিশোর ও বিভিন্ন নৃগোষ্ঠীর পরিবেশনা ছিল৷ এছাড়া ছিলো বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়ের আয়োজন৷
বাধার মুখে উত্তরায় হয়নি বসন্ত উৎসব
ঢাকার উত্তরায় জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসব’ হয়নি বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷ আজ শুক্রবার পয়লা ফাল্গুনে উত্তরার তিন নম্বর সেক্টরে এই উৎসব হওয়ার কথা ছিল৷ আয়োজকেরা বলছেন, সেখানকার কিছু মানুষের বাধার মুখে তারা এই উৎসব করতে পারেননি৷ বকুলতলায় অনুষ্ঠিত ‘বসন্ত উৎসব’-এর সমাপনী বক্তব্যে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী এ কথা জানান৷

‘কিছু মানুষ’ কারা তা মানজার চৌধুরী তার বক্তব্যে বলেননি৷ এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে জানান অনুষ্ঠানে নিরাপত্তা দিতে উত্তরা পশ্চিম থানার পুলিশ হাজির হলেও আয়োজকেরা আসেননি৷ বাধা দেওয়ার বিষয়টি তাদের জানানো হয়নি বলে তিনি জানান৷ আয়োজকেরা এই অনুষ্ঠানের জন্য আগেই অনুমতি নিয়েছিলেন বলেন তিনি৷
চট্টগ্রামে নাচ-গানে বসন্তবরণ
ঋতুরাজ বসন্তকে বরণ করতে চট্টগ্রামের পাহাড়তলী আমবাগান পার্কে ছিল বিশেষ আয়োজন৷ শুক্রবার বসন্তের প্রথম দিনে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে এই বসন্তবরণ উৎসব৷ প্রতিবারের মতো এবারও নাচ-গান, আবৃত্তি-কথামালাসহ নানা আয়োজন রয়েছে দিনব্যাপী এই উৎসবে৷ সকালে ভায়োলিনিস্ট চিটাগংয়ের সম্মিলিত বেহালাবাদনের মধ্য দিয়ে বসন্ত উৎসব শুরু হয়৷ এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বোধনের সদস্যরা মঞ্চে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন৷

বক্তারা বলেন, ‘‘সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে৷ এই ফাগুনেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ৷ বুকের রক্তে বাঙালি রক্ষা করেছে মাতৃভাষার মর্যাদা৷ বসন্ত আমাদের মনে দোলা দিয়ে যায়৷ আমাদের নতুন করে বাঁচতে শেখায়৷ আমাদের প্রাণোচ্ছল করে তোলে৷ একটি মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম৷’
উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতন, আর কে মিউজিক একাডেমি, আন্তর্জাতিক বিশ্বতান, কিল অব ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, মাধুরী ডান্স একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যরূপ একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, নৃত্যেশ্বর নৃত্যালয়, বাগেশ্বরী সংগীতালয়সহ বিভিন্ন সংগঠন৷ উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়৷
বইমেলায় বসন্তের আবহ
অমর একুশের বইমেলায় বসন্তের রঙের ছোঁয়া লেগেছিল গতকালই৷ বেলা তিনটায় মেলার দ্বার খোলার পর থেকেই দলে দলে সুসজ্জিত নারী–পুরুষ আসতে থাকেন মেলা প্রাঙ্গণে৷ কিশোরী, তরুণী থেকে গৃহিণী—অধিকাংশ নারীর পরনেই ছিল বাসন্তী রঙের শাড়ি৷ মেলা আজ আরও বর্ণাঢ্য হয়ে উঠেছে সকাল থেকেই৷ ছুটির দিনে পড়েছে বসন্ত ও ভালোবাসা দিবস৷ বেলা ১১টা থেকে মেলা শুরু হয়েছে শিশুপ্রহর দিয়ে৷ পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত নয়টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হবে৷
এপিবি