বৈষম্য

যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না। তারা যা করছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকল না। এ সময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করব। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই, আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। আমরা কার্ড সংশোধন করব। একই সঙ্গে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করব। দুটো কাজই দ্রুত করতে চাই উল্লেখ করেন শেখ বশির উদ্দিন।

কার্ড দেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু তাকেই কার্ড দেয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তার বলেও উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button