ক্রিকেট

সাকিবকে ছেড়ে দিলো নাইট রাইডার্স

এমন পারফরম্যান্সের পর আগামী মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশের সাকিবের পাশাপাশি সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের রাসেল, নারিন এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে লস অ্যাঞ্জেলেস।১৯ ফেব্রুয়ারি হতে যাওয়া ড্রাফটের আগে ১৫ ক্রিকেটারকে রিটেইন করেছে চ্যাম্পিয়ন্স ওয়াশিংটন ফ্রিডম। সবশেষ মৌসুমে ৯ ম্যাচে ৩৩৬ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে ছেড়ে দিয়েছে তারা। এ ছাড়া আকিল হোসেন, অ্যান্ড্রু টাইকেও রিটেইন করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের রানার্স আপ সান ফ্রান্সিসকো ইউনিকর্ন ফিন অ্যালেন, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক জুটিকে রিটেইন করেছে।

যদিও অধিনায়ক প্যাট কামিন্স, ম্যাট হেনরি এবং জশ ইংলিসকে ছেড়ে দিয়েছে সান ফ্রান্সিসকো। ছয় দলের মাঝে সবচেয়ে কম ৭ ক্রিকেটারকে রিটেইন করেছে সিটল ওরকাস। শুধুমাত্র সাউথ আফ্রিকার হেনরিখ ক্লাসেন এবং রায়ান রিকেলটনকে রিটেইন করেছে তারা। তবে বিদেশি ক্রিকেটারদের মাঝে কুইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল, ওবেদ ম্যাককয় এবং নান্দ্রে বার্গারকে ছেড়ে দিয়েছে ওরকাস।

এমএলসির প্রথম আসরের চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান ও রশিদ খানকে রিটেইন করেছে। তবে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ডেওয়াল্ড ব্রেভিস ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে ছেড়ে দিয়েছে। গত মৌসুমের মতো এবারও টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি ও ডেভন কনওয়ে।

এ ছাড়া মার্কাস স্টইনিস ও আফগানিস্তানের নুর আহমেদকে রিটেইন করেছে টেক্সাস। বিদেশিদের মাঝে মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানা, ড্যারিল মিচেল ও নাভিন উল হককে ছেড়ে দিয়েছে তারা। ঘরোয়া ক্রিকেটারদের মাঝে নিউ ইয়র্কের স্টিভেন টেলর, ওরকাসের শেহান জয়াসুরিয়া এবং ওয়াশিংটন রিটেইন করেনি জসদীপ সিংকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button