ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ‘১৬তম’ সদস্য লিটন

বিপিএল শেষে মিরপুরে অনুশীলন ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে থাকা টাইগাররা দুবাইয়ের বিমান ধরছেন ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে। জাতীয় দলের ক্রিকেটাররা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরিকল্পনায় ব্যস্ত লিটন তখন অবসর সময় পার করছেন।অথচ ছন্দে থাকলে ১৫ সদস্যের একজন হয়ে দুবাই এবং পাকিস্তানে যেতে পারতেন লিটন। সবশেষ ১২ মাসে বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন তিনি। যেখানে তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন তারকা এই ব্যাটার। এমনকি দেশের জার্সিতে তিন সংস্করণ মিলে সবশেষ ১৯ ইনিংসেই হাফ সেঞ্চুরি নেই তাঁর। এমন পারফরম্যান্সের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকাটা অস্বাভাবিক নয়।

সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরিতে ৩৬৮ রান করেছিলেন লিটন। যদিও এমন পারফরম্যান্সে নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে রান করতে না পারায় বাদ পড়া ওপেনার মেনেও নিচ্ছেন বাস্তবতা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের শুভ কামনা জানিয়েছেন ডানহাতি এই ওপেনার।নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টে লিটন লিখেছেন, ‘দুর্দান্ত এই দলটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেয়া যাক!’‘আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ১৬তম সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন শান্তরা। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য পাকিস্তান শাহীনসের বিপক্ষে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button