স্থানীয়

সিএনজি অটোরিকশা চালকদের অবরোধের মুখে জরিমানার নির্দেশনা বাতিল

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে চালকদের অবরোধ এবং রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার কৃত্রিম সংকট দেখা দেয়ার পর নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো সংস্থাটি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকেও সিএনজি অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেয়ার ব্যাপারে নির্দেশনা বাতিলের কথা জানানো হয়েছে।

ফলে এ ধরনের অটোরিকশায় মিটার ব্যবহার করা এখন বাধ্যতামূলক নয়। আগের নিয়মেই চলবে যানবাহনটি।ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের (মিডিয়া ও পাবলিক রিলেশনস) সই করা বিজ্ঞপ্তিতে চালকদের অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো হয়।

আগের নিদের্শনা বাতিল করে বিআরটিএর নতুন বিজ্ঞপ্তি।

এদিকে, আজ ভোর থেকেই ঢাকার সড়কে তেমন একটা দেখা যাচ্ছিল না সিএনজিচালিত অটোরিকশার। অল্পসংখ্যক যেগুলোর দেখা মিলেছে, সেগুলোর চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করেছেন। বাধ্য হয়ে অনেককে বেশি টাকা দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

ঢাকার খিলক্ষেতের বাসিন্দা সানজিদা আলম বিবিসি বাংলাকে বলছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকের কাছে যেতে সকালে বাসা থেকে বের হই। তবে সড়কে অনেকক্ষণ অপেক্ষা করেও সিএনজি না পেয়ে পরে বাসে করে গন্তব্যে রওনা দিই।

কেবল তিনি নন, আজ সকালে যারা বাসা থেকে বের হয়েছেন, তাদের মধ্যে যারা সিএনজিচালিত অটোরিকশায় চড়েন, তাদেরকে এমন ভোগান্তির শিকার হতে হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশায় বাধ্যতামূলক মিটার ব্যবহারে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চালকরা রাস্তায় যানবাহনটি নামাননি আজ সকালে। পাশাপাশি ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন তারা।

সকাল ৭টা থেকে তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন। ঢাকার দুই প্রবেশপথ মিরপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন সড়কের পাশাপাশি আরও বিভিন্ন সড়কে তারা অবস্থান নেন।

তাতে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তা অবরোধের কারণে অনেককে পায়ে হেঁটে রওনা দিতে দেখা যায়। এছাড়া, রাজধানীর তীব্র যানজট দেখা দেয়। বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা গেছে।

এ সময় চালকরা বাধ্যতামূলক মিটার ব্যবহারের নিদের্শনা বাতিলের পাশাপাশি ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধের দাবিও তোলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার সকাল সাড়ে বলছিলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোচালকরা। আমরা তাদেরকে সড়ক ছেড়ে দেয়ার জন্য বুঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দুয়েকটি রাস্তা থেকে তারা সরে পড়েছেন।

বিআরটিএ জরিমানা ও মামলা সংক্রান্ত নিদের্শনা বাতিল করলে সকাল সাড়ে দশটার পর অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দেন চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button