গেম চেঞ্জার’ রিশাদেই ভরসা শান্ত-তানজিম-সৌম্যদের

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ভূমিকা রাখবেন লেগ স্পিনাররা। বিশেষ করে পাকিস্তানের মাটিতে লেগ স্পিনারদের দাপট থাকবে বলছেন অনেকেই। বাংলাদেশ দলে বর্তমানে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। আপাতত তার সামর্থ্যেই ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিবরা।
পাকিস্তানের উইকেট যেন রীতিমতো ব্যাটিং–স্বর্গ। ২০১৫ সালে দেশটিতে ক্রিকেট ফেরার পর থেকে ওয়ানডেতে এখানে ওভারপ্রতি ৫.৮৯ করে রান উঠেছে। এসব উইকেটে ব্যাটারদের সাফল্যের পাশাপাশি দাপট থাকে লেগ স্পিনারদের।কিছুটা খরুচে বোলিং করলেও পাকিস্তানের মাটিতে দলকে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনাররাই। দেরিতে হলেও লেগ স্পিনারদের গুরুত্ব বুঝতে শিখেছে বাংলাদেশ। আইসিসি প্রকাশিত এক ভিডিওতে তাই রিশাদের ওপর আস্থা রাখার কথা জানান শান্ত, তানজিমরা।
অধিনায়ক শান্ত রিশাদকে নিয়ে বলেন, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’
এদিকে রিশাদের ব্যাটিংকেও গুরুত্ব দিচ্ছেন তানজিম, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেকথ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেন রিশাদ। যদিও সেই টুর্নামেন্টে উইকেটের কারণে বাড়তি সুবিধা পান স্পিনাররা। এবার ওই অর্থে সুবিধা না পেলেও খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম লেগ স্পিনাররা।