ক্রিকেট

১০৭ রানের বড় হার আফগানদের। হেঁসে-খেলে জিতল দক্ষিণ আফ্রিকা।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা। ১১ রান করে টনি ডি জর্জি বিদায় নিলে ১৩০ রানের জুটি গড়েন রিকেলটন ও বাভুমা। ৭৬ বলে ৫৮ রান করে বাভুমা বিদায় নেন, তবে তার পরের দুই ব্যাটারও তুলে নেন হাফসেঞ্চুরি। রাসি ভন ডার ডুসেন ৪৬ বলে করেন ৫৮ রান, অ্যাইডেন মারক্রাম ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

৩৬তম ওভারে বিদায় নেওয়ার আগে রিকেলটন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান দাঁড়ায় প্রোটিয়াদের সংগ্রহ।

অন্যান্যদের মধ্যে ডেভিড মিলার ১৮ বলে ১৪ রান করেন। ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন উইয়ান মাল্ডার।

আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবী দুটি এবং ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নূর আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় অর্ধশতকের আগেই আফগানিস্তান হারিয়ে ফেলে রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান ও সেদিকউল্লাহ আতালকে। চার নম্বরে নামা রহমত শাহ এ সময় দলের হাল ধরেন। তবে কেউই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।

সঙ্গের অভাব থাকলেও রহমত একাই এক প্রান্ত আগলে রাখেন। ৯২ বলে ৯০ রান করে শেষ ব্যাটার হিসেবে তিনি যখন সাজঘরে ফিরলেন, ৪৩.৩ ওভারে আফগানিস্তানের রান ২০৮। দক্ষিণ আফ্রিকা জেতে ১০৭ রানে।

প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাদা তিনটি এবং লুঙ্গি এনগিডি ও উইয়ান মাল্ডার দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মার্কো জানসেন ও কেশব মহারাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button