কলেজ ছাত্রদলের সভাপতি স্থায়ী বহিষ্কার, যথাযথ আইনি পদক্ষেপের দাবি বগুড়া জেলা ছাত্রদলের

বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার এবং হলগার্ডকে লাঞ্ছিত ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান। তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী লাঞ্ছিত হন। তার অভিযোগ, পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিলের (রোল- ২৬৮০২৮) উত্তরপত্র হলগার্ড জমা দিতে বললে এ ঘটনা ঘটে। উচ্চস্বরে নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি উল্লেখ করে হলগার্ডকে লাঞ্ছিত করে এবং কেন্দ্রের বাইরে গেলে হামলা করা হবে বলেও হুমকি দেয়। শাকিল পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে।
এদিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দলীয় সিদ্ধান্তে এ আদেশ অনুমোদন করেন।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু জানান, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও হলগার্ডকে লাঞ্ছিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরেজমিনে কেন্দ্রে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা হবে।